Learn basic english

This website will help you to learn English very easily

LightBlog

Breaking

Wednesday, 28 August 2019

06:33

Learn Tense english Grammar in Bengali, Part-1

 Learn Tense english Grammar in Bengali, Part-1                           

*Tense কাকে বলে?
Tense মানে সময় বা কাল
কোন verb এর  কাজ যে সময়ে সম্পন্ন হয় সেই সময়কে টেন্স বলে |
Tense কে তিন ভাগে ভাগ করা যায় |যথা -
Present Tense -বর্তমান কাল
Past Tense -অতীত কাল
Future Tense -ভবিষৎ কাল
প্রতি Tense কে আবার চার ভাগে ভাগ করা যায় |
Indifinite Tense
Continuous Tense
Ferfect Tense
Ferfect continuous Tense

Present Tense :বর্তমান সময়ে আমরা যে কাজ করে থাকি তাকে present Tense বলে |
Present tense কে চার ভাগে ভাগ করা যায় |
1.Present indifinite tense -সাধারণ বর্তমান কাল
2.Present continuous tense -ঘটমান বর্তমান কাল
3.Present perfect tense -পুরাঘটিত বর্তমান কাল
4.Present perfect continuous tense -পুরোঘটামান  বর্তমান কাল
1.Present indifinite tense কাকে বলে?
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে present indifinite tense হয়|
Structure :subject +verb+object +other
          মূল verb এর present from ব্যবহৃত হয় |
তবে subject (কর্তা )যদি third person singular number হয় তাহলে verb এর শেষে s বা es যোগ হয় |
Example :সে প্রতিদিন বিদ্যালয়ে যায় |
                 He goes to school everyday.
 এখানে He হল subject, কিন্তু third person singular number হওয়ায় verb এর সাথে es যোগ হয়ে go থেকে goes হয়েছে |
বাংলা বাক্য চেনার উপায়,
বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আস ইত্যাদি থাকে |
আরও কিছু Example দেখা যাক,
সূর্য পূর্ব দিকে উদিত হয় |
The sun rises in the east.
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে |
The earth moves round the sun.
আমি দিন এ আট ঘন্টা পড়ি |
I read eight hours a day.
আমি তোমার সাফল্য কামনা করি |
I wish you all success.
আমি ভাত খাই.

           


Thursday, 15 August 2019

08:28

How to learn english grammar preposition

How to learn english grammar preposition

                             On (উপরে )

কোনো জিনিসের উপরে বোঝাতে on ব্যবহৃত হয় |
Example-বই গুলি টেবিলের উপরে আছে |
                 There are books on the table.

                          About (সম্বন্ধে )

কোনো কিছুর সম্বন্ধে বা সম্পর্কে বোঝালে about ব্যবহৃত হয় |
Example -আমি এই ব্যাপারে জানি না |
                  I do not know about this mattar.
About আরও একটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, তা হল চারিদিকে বোঝাতে |
Example -মাঠের চারিদিকে গাছ আছে |
                  There are trees about field.

                           Behind (পিছনে )

কোনো কিছুর পিছনে বোঝালে behind ব্যবহৃত হয় |
Example -বিদ্যালয়ের পিছনে একটা আম বাগান আছে |
                  There is a mango trees garden                                 behind school.

                             Under (নিচে )

কোনো কিছুর নিচে যখন বোঝায় তখন under ব্যবহৃত হয় |
Example -তাহারা গাছের নিচে বসলো |
                 They sat under the tree.

                        In front of (সামনে )

কোনো কিছুর সামনে বোঝালে in front of ব্যবহৃত হয় |
Example -মন্দিরের সামনে একটা মাঠ আছে |
                 There is a field in front of temple.

                          Without (ছাড়া )

বাক্যের মধ্যে ছাড়া বোঝালে without ব্যবহৃত হয় |
Example -আমরা জল ছাড়া বাঁচতে পারিনা |
                 We can not live without water.     
   
           

                           Through (মধ্যে দিয়ে )

কোনো বাকে যখন মধ্যে দিয়ে বোঝাবে তখন through ব্যবহৃত হয় |
Example -দুই বন্ধু বোনের মধ্যে দিয়ে যাচ্ছিলো |
                  Two friends were going through the                       forest.

                              After (পরে )

কোনো কিছুর পরে বোঝালে after ব্যবহৃত হয় |
Example -He arrived there after evening.
                          Before (আগে )
আগে বোঝাতে before ব্যবহৃত হয় |
Example -সে আমার আগে এসেছে |
                  She has come before me.

                                      At

যে সমস্ত বিষয় গুলির উপর ভিত্তি করে at ব্যবহৃত হয় সেগুলি হল -
1.নামযুক্ত কোনো ছোট বাসস্থানের পূর্বে at বসে|
Example -আমি রায় পুরে থাকি |
                I live at Ray pur.
এখানে Ray pur হল একটা ছোট শহর তাই এর আগে at বসেছে |আবার এখানে যদি কোনো বড়ো শহরের নাম হতো তাহলে in বসতো এবং যদি কোনো নাম বিহীন শহরের নাম হতো তাহলে in বসতো |
2.সময়ের পূর্বে at বসে |যেমন ঊষাকাল, দুপুর, মাঝরাত, নির্দিষ্ট কোনো ঘড়ির সময় ইত্যাদির আগে at বসে |
Example -তপন দুপুরে ঘুমায় |
                 Tapan sleeps at noon.
              আমি 10 টার সময় বাজারে যায় |
           I go to market at 10 O' clock.
3.কোনো জিনিস কে নিশানা করা বোঝালে তার আগে at বসে |   
Example -ছেলে গুলি বাং গুলিকে নিশানা করে পাথর ছুড়ছিলো |
The boys were throwing stones at the frogs.
4.কেও কারো দিকে ছুটে যাওয়া বোঝালে at বসে |
Example-বিড়ালটা ইঁদুরের দিকে ছুটে ছিল |
                The cat ran at the rat.
5.কোনো জিনসের মূল্য বোঝাতে তার আগে at বসে |
Example -আমি এটা 30 টাকায় কিনেছি |
                 I have bought it at Rs 30.
6.কেউ কোনো কাজে কোনো কোনো জিনিসে দক্ষ বোঝালে তার আগে at বসে |
Example -ছেলেটি অংকে চালাক |
                The boy is clever at mathamatics.
7.অবস্থা বোঝাতে তার আগে at বসে |
Example -রহিম আরামে আছে |
               Rahim is at cose.
8.পরিমান বোঝাতে তার আগে at বসে |
Example -ট্রেনটি ঘন্টায় 50 কিমি বেগে ছুটে |
                  The train run at 50km/hour.
9.বয়স বোঝাতে তার আগে at বসে |
Example -আমার ঠাকুরদা 80 বছর বয়সে মারা গেছে |
                 My grandfather has dried at eighty.
10.কোনো কাজ প্রথমে করা বোঝালে at first ব্যবহার করতে হয় |

Monday, 12 August 2019

00:11

How to learn english grammar Preposition

How to learn english grammar Preposition

                           With/By(দ্বারা)

কোনো বস্তুর দ্বারা বোঝাতে with এবং কোনো ব্যাক্তির দ্বারা বোঝাতে by ব্যবহৃত হয় |
Example,আমি লাঠি দিয়ে হাঁটি|
          I walk with strick.
এখানে লাঠির দ্বারা হাঁটা বুঝিয়েছে লাঠিটি একটি বস্তু, তাই এখানে with ব্যবহৃত হয়েছে|
             কাজটি আমার দ্বারা করা হয় |
             The work is done by me.
এখানে কাজটি আমার দ্বারা করা হয় বুঝিয়েছে, অতএব আমার বলতে এখানে ব্যাক্তিকে বুঝিয়েছে, তাই এখানে by ব্যবহৃত হয়েছে |
(Here the work is done by me, so I mean the person here, so by is used here.)

 
 

                     From (হইতে /থেকে )

বাক্যের মধ্যে হইতে বা থেকে বোঝালে from ব্যবহৃত হয়। 
Example, আমি বিদ্যালয় থেকে এলাম |
          I came from school.
          বিশাল গাছ থেকে পড়ে গেল |
          Bishal fell from the tree.
এখানে বিদ্যালয় থেকে, গাছ থেকে বুঝিয়েছে, তাই এখানে from ব্যবহৃত হয়েছে |(From the school here, from the tree, so it is used from here)

                          To(তে, প্রতি, দিকে )

বাক্যে ক্রিয়া পদের সঙ্গে যখন তে, প্রতি, দিকে বিভক্তি পাওয়া যায় তখন to ব্যবহার হয় |
যেমন, আমি প্রতিদিন বিদ্যালয়ে যায় |
         I go to school everyday.
         আমি খেতে চায় |
         I want to eat.
প্রথম বাক্যটিতে দিকে যাওয়া বুঝিয়েছে তাই to ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় বাক্যটিতে খাওয়ার সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে খেতে হয়েছে তাই এখানে to ব্যবহৃত হয়েছে |

                          In /Into (মধ্যে )

কোনো কিছু কোনো জায়গায় থাকা বোঝালে in ব্যবহৃত হয় এবং কোনো কিছু কোনো জায়গায় প্রবেশ করা বোঝালে into ব্যবহার হয় |
যেমন,  নদীতে অনেক মাছ আছে
           There are many fishes in the tree.
এখানে, নদীতে মাছ থাকা বুঝিয়েছে তাই এখানে in বসেছে|
         ছেলেগুলি নদীতে লাফ দিচ্ছে |
         The boys are jumping into the river.
এখানে, বাইরে থেকে নদীর মধ্যে প্রবেশ করা বুঝিয়েছে, তাই এখানে into বসেছে |

                   Between /Among (মধ্যে )

যখন দুই জনের মধ্যে বোঝাবে তখন between বসবে আর দুইয়ের অধিক বোঝালে among বসবে |
যেমন, শিক্ষক আমাকে রাম ও শ্যামের মধ্যে চকলেট গুলি ভাগ করে দিতে আদেশ দিলেন |
       Teacher ordered me to divide the sweets between Ram and Shyam.
এখানে, Ram ও Shyam দুই জনের মধ্যে বুঝিয়েছে, তাই এখানে এদের আগে between বসেছে |
আর যদি বলা হয়, শিক্ষক আমাকে ছাত্রদের মধ্যে চকলেট গুলি ভাগ করে দিতে আদেশ দিলেন |তাহলে কেমন হবে দেখো,
The teacher ordered me to divide the sweets among the students.
এখানে ছাত্রদের বলতে দুইয়ের অধিক বুঝিয়েছে, তাই এখানে among বসেছে |

                             For (জন্য )

কোনো কিছুর জন্য বোঝাতে for ব্যবহার হয় |
যেমন, আমি তোমার জন্য সব করতে পারি |
           I can do everything for you.

*আজ এই পর্যন্ত থাক |আর একদিন আমরা preposition নিয়ে আলোচনা করবো তাহলে আমাদের preposition শেষ হয়ে যাবে |




         

Saturday, 10 August 2019

03:01

Basic english grammar preposition tutorial

Basic english grammar preposition tutorial 

Preposition :Pre শব্দের অর্থ পূর্বে এবং position শব্দের অর্থ অবস্থান |
অর্থাৎ, preposition শব্দের অর্থ পূর্বে অবস্থান |
সংজ্ঞা :যে সকল word noun বা pronoun এর পূর্বে বসে noun বা pronoun এর সঙ্গে বাক্যের অন্যান্য word এর মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাকে preposition বলে |
যেমন, The house is made of stone. 
এখানে of হল preposition. এই of made এবং stone এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে |
আমরা যে কয়েকটি preposition এর ব্যবহার জানবো সেগুলি হল :at, to, in, for, from, of, on, by, with, off, into, above, about, after, before, among within, over, under, between, without, beyond, since, beside, through, acress, off, below, down, up, প্রভৃতি |

Preposition এর শ্রেণীবিভাগ, 
Preposition কে 6টি ভাগে ভাগ করা যায় |যথা -
1.Simple prepisition :একটি মাত্র শব্দ দ্বারা যে preposition গুলিকে উল্লেখ করা হয়, তাকে simple preposition বলে |
যেমন, in, from, to, at এগুলো হচ্ছে simple preposition.
2.Double preposition :যখন 2টি preposition যুক্ত হয়ে একটি preposition a রূপান্তরিত হয়, তখন তাকে Double preposition বলে |
যেমন, into, out of, up on etc.
এখানে, in একটা preposition, to একটা preposition নিয়ে গঠিত into.
3.Compound preposition :কোনো noun, adjective বা adverb এর পূর্বে simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয়, তাকে Compound preposition বলে |
যেমন, behind =by (be)+hind
          along =on(a)+long
4.Phrase preposition :যখন কোনো phrase prepisition রূপে কাজ করে, তখন তাকে phrase preposition বলে |
যেমন, because of, on account
5.Perticiple preposition :যখন কোনো present perticiple ও past perticiple, preposition হিসেবে কাজ করে, তখন তাকে বলে participle preposition.
যেমন, past, pending, regarding, respecting
6.Diguise preposition :এটি খুব কম ব্যবহার হয় |
যেমন একটি উদাহরণ দেখা যাক,
The morning begins with O' 7 clock.
এখানে O' 7  এর ও হচ্ছে preposition. 

Thursday, 8 August 2019

21:36

60 English words meaning Bangla, Vocabulary lessons, Part-1

60 English words meaning Bangla, Vocabulary lessons

আজ থেকে আমরা English Grammar এর সঙ্গে সঙ্গে vocabulary practice করবো |
চলো শুরু করি, 

  1. Dwel -বসবাস করা 
  2. act -অভিনয় করা, প্রভাবিত করা 
  3. Address -ঠিকানা 
  4. Calf -বাছুর 
  5. Editor -সম্পাদক 
  6. Editorial -সম্পাদকীয় 
  7. Disfavour-অপছন্দ 
  8. Incident -ঘটনা 
  9. Luck -ভাগ্য 
  10. Labour-শ্রম 
  11. Labourer -মজুর 
  12. Ludu -লুডু খেলা 
  13. Jade -ক্লান্ত করা 
  14. Income -আয়, উপার্জন 
  15. Pastry-পিঠা 
  16. Scissors -কাঁচি 
  17. Rate -দাম 
  18. Occur -কোনো কিছু ঘটা 
  19. Quality -গুণ, ধর্ম 
  20. Bowl -বাটি 
  21. Calm -প্রশান্তি 
  22. Acquaint -পরিচয় করানো 
  23. Data -কোনো ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য 
  24. Box-office -থিয়েটার হলে টিকিট বিক্রয় স্থল 
  25. Absent -অনুপস্থিত 
  26. Boon -আশীর্বাদ 
  27. Cache -গুপ্তধন 
  28. Deaf -কালা 
  29. Edit -সম্পাদন করা 
  30. Fable -উপকথা, গল্প 
  31. Fact -প্রকৃত ঘটনা, তথ্য 
  32. Flag -পতাকা 
  33. Hog -শুকর 
  34. Hyphen -সংযোজন চিহ্ন 
  35. Herd -পশুপালন 
  36. Idea -ধারণা, ভাব, মত 
  37. Identity -পরিচয় পত্র 
  38. Jewel -মূলবান রত্ন 
  39. Jeweller -রত্নব্যবসায়ী, জহুরি 
  40. Joke -রসিকতা, তামাশা 
  41. Kaiser জার্মান সম্রাট 
  42. Keel -জাহাজের তলা 
  43. Kulter -সংস্কৃতি, সভ্যতা 
  44. Magic -জাদুবিদ্যা 
  45. Magician -জাদুকর 
  46. Major -বৃহত্তর 
  47. Nature -প্রকৃতি, স্বভাব 
  48. Neighbour -প্রতিবেশী 
  49. Number -সংখ্যা, বচন 
  50. Oath -শপথ, হলফ 
  51. Omen -শুভ লক্ষণ 
  52. Pace -পদক্ষেপ 
  53. Paddy -ধান 
  54. Quack -হাতুড়ে ডাক্তার 
  55. Rabbit -শশক জাতীয় প্রাণী 
  56. Rank -পাশাপাশি দন্ডায়মান সৈন্য শ্রেণী 
  57. Quota -অংশ, বরাদ্দ 
  58. Score -এক কুড়ি, বিংশতি 
  59. Thank -ধন্যবাদ 
  60. Thigh -ঊরুদেশ, উরু