Learn basic english

This website will help you to learn English very easily

LightBlog

Breaking

Friday, 2 August 2019

English Grammar :Person and Case

English Grammar :Person and Case 

PERSON:

Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল noun বা pronoun কে আশ্রয় করে verb এর কাজ সম্পন্ন করা হয়, তাকে Person বা পুরুষ বলে।
                Person তিন প্রকার। যথা -
              1.Frist Person (উত্তম পুরুষ)
               যেমন: I, We (আমি, আমরা)
              2.Second Person (মধ্যম পুরুষ)
               যেমন:You, Yours (তুমি, তোমরা)
              3.Third Person (নামবাচক পুরুষ)
               যেমন: She/He, They (সে, তারা)


CASE:

কোনো sentence এ যদি verb এর সাথে সেই sentence এ ব্যবহৃত noun বা pronoun এর যে সম্পর্ক থাকে, তাকে case (কারক) বলে।
       যেমন: Ram plays football.
এখানে 'play' verb এর সাথে Ram এবং Football এর সম্পর্ক আছে। এই সম্পর্ককে case বলে।
English grammar এ মূলত চার প্রকার case নিয়ে আলোচনা করা হয়। যথা -
1.Nominative Case (কর্তৃকারক)
2.Objective Case (কর্মকারক)
3.Possessive Case (সম্বন্ব কারক)
4.Vocative Case (সম্বোধন কারক )

1.Nominative Case (কর্তৃ কারক ):যখন কোনো noun বা pronoun কর্তা রূপে ব্যবহৃত হয়, তখন তাকে Nominative Case বলে|
*ক্রিয়াকে  who (কে)দিয়ে প্রশ্ন করলে Nominative Case পাওয়া যায়|
          Ex:Ram plays football.
এখানে কে (who) খেলে দিয়ে প্রশ্ন করলে Ram উত্তর আসছে|
কাজেই, Ram হল Nomianative Case.


2.Objective Case (কর্ম কারক ):যখন কোনো noun বা pronoun কর্ম রূপে ব্যবহৃত হয় তখন তাকে Objective Case বলে |
*ক্রিয়াকে whom/what (কাকে /কী ) দিয়ে প্রশ্ন করলে Objective Case পাওয়া যায় |
         Ex:Ram plays football.
এখানে Ram কী (what) খেলে দিয়ে প্রশ্ন করলে football উত্তর পাওয়া যায় |অতএব, এখানে football কর্ম কারক |

3.Possessive Case (সম্বন্ধ কারক ):যখন কোনো অধিকার সম্বন্ধ বা কতৃত্ব সম্বন্ধ  বোঝায়, তখন তাকে Possessive Case বলে |
*ক্রিয়াকে whose (কার) দিয়ে প্রশ্ন করলে Possessive Case পাওয়া যায় |
         Ex:This is Rahims boook.
এখানে কার (whose) book দিয়ে প্রশ্ন করলে উত্তরে Possessive Case হিসাবে Rahims পাওয়া যায় |

4.Vocative Case (সম্বোধন কারক ):যখন কোনো noun কে সম্বোধন করে কিছু বলা হয়, তখন তাকে Vacative Case বলে |
       Ex:May I come in sir? Bina, come here.
এখানে sir এবং Bina এই দুটোই Vocative Case.

No comments:

Post a Comment