How to learn english grammar preposition
On (উপরে )
কোনো জিনিসের উপরে বোঝাতে on ব্যবহৃত হয় |Example-বই গুলি টেবিলের উপরে আছে |
There are books on the table.
About (সম্বন্ধে )
কোনো কিছুর সম্বন্ধে বা সম্পর্কে বোঝালে about ব্যবহৃত হয় |Example -আমি এই ব্যাপারে জানি না |
I do not know about this mattar.
About আরও একটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, তা হল চারিদিকে বোঝাতে |
Example -মাঠের চারিদিকে গাছ আছে |
There are trees about field.
Behind (পিছনে )
কোনো কিছুর পিছনে বোঝালে behind ব্যবহৃত হয় |Example -বিদ্যালয়ের পিছনে একটা আম বাগান আছে |
There is a mango trees garden behind school.
Under (নিচে )
কোনো কিছুর নিচে যখন বোঝায় তখন under ব্যবহৃত হয় |Example -তাহারা গাছের নিচে বসলো |
They sat under the tree.
In front of (সামনে )
কোনো কিছুর সামনে বোঝালে in front of ব্যবহৃত হয় |Example -মন্দিরের সামনে একটা মাঠ আছে |
There is a field in front of temple.
Without (ছাড়া )
বাক্যের মধ্যে ছাড়া বোঝালে without ব্যবহৃত হয় |Example -আমরা জল ছাড়া বাঁচতে পারিনা |
We can not live without water.
Through (মধ্যে দিয়ে )
কোনো বাকে যখন মধ্যে দিয়ে বোঝাবে তখন through ব্যবহৃত হয় |Example -দুই বন্ধু বোনের মধ্যে দিয়ে যাচ্ছিলো |
Two friends were going through the forest.
After (পরে )
কোনো কিছুর পরে বোঝালে after ব্যবহৃত হয় |Example -He arrived there after evening.
Before (আগে )
আগে বোঝাতে before ব্যবহৃত হয় |
Example -সে আমার আগে এসেছে |
She has come before me.
At
যে সমস্ত বিষয় গুলির উপর ভিত্তি করে at ব্যবহৃত হয় সেগুলি হল -1.নামযুক্ত কোনো ছোট বাসস্থানের পূর্বে at বসে|
Example -আমি রায় পুরে থাকি |
I live at Ray pur.
এখানে Ray pur হল একটা ছোট শহর তাই এর আগে at বসেছে |আবার এখানে যদি কোনো বড়ো শহরের নাম হতো তাহলে in বসতো এবং যদি কোনো নাম বিহীন শহরের নাম হতো তাহলে in বসতো |
2.সময়ের পূর্বে at বসে |যেমন ঊষাকাল, দুপুর, মাঝরাত, নির্দিষ্ট কোনো ঘড়ির সময় ইত্যাদির আগে at বসে |
Example -তপন দুপুরে ঘুমায় |
Tapan sleeps at noon.
আমি 10 টার সময় বাজারে যায় |
I go to market at 10 O' clock.
3.কোনো জিনিস কে নিশানা করা বোঝালে তার আগে at বসে |
Example -ছেলে গুলি বাং গুলিকে নিশানা করে পাথর ছুড়ছিলো |
The boys were throwing stones at the frogs.
4.কেও কারো দিকে ছুটে যাওয়া বোঝালে at বসে |
Example-বিড়ালটা ইঁদুরের দিকে ছুটে ছিল |
The cat ran at the rat.
5.কোনো জিনসের মূল্য বোঝাতে তার আগে at বসে |
Example -আমি এটা 30 টাকায় কিনেছি |
I have bought it at Rs 30.
6.কেউ কোনো কাজে কোনো কোনো জিনিসে দক্ষ বোঝালে তার আগে at বসে |
Example -ছেলেটি অংকে চালাক |
The boy is clever at mathamatics.
7.অবস্থা বোঝাতে তার আগে at বসে |
Example -রহিম আরামে আছে |
Rahim is at cose.
8.পরিমান বোঝাতে তার আগে at বসে |
Example -ট্রেনটি ঘন্টায় 50 কিমি বেগে ছুটে |
The train run at 50km/hour.
9.বয়স বোঝাতে তার আগে at বসে |
Example -আমার ঠাকুরদা 80 বছর বয়সে মারা গেছে |
My grandfather has dried at eighty.
10.কোনো কাজ প্রথমে করা বোঝালে at first ব্যবহার করতে হয় |
No comments:
Post a Comment