How to learn english grammar Preposition
With/By(দ্বারা)
কোনো বস্তুর দ্বারা বোঝাতে with এবং কোনো ব্যাক্তির দ্বারা বোঝাতে by ব্যবহৃত হয় |Example,আমি লাঠি দিয়ে হাঁটি|
I walk with strick.
এখানে লাঠির দ্বারা হাঁটা বুঝিয়েছে লাঠিটি একটি বস্তু, তাই এখানে with ব্যবহৃত হয়েছে|
কাজটি আমার দ্বারা করা হয় |
The work is done by me.
এখানে কাজটি আমার দ্বারা করা হয় বুঝিয়েছে, অতএব আমার বলতে এখানে ব্যাক্তিকে বুঝিয়েছে, তাই এখানে by ব্যবহৃত হয়েছে |
(Here the work is done by me, so I mean the person here, so by is used here.)
From (হইতে /থেকে )
বাক্যের মধ্যে হইতে বা থেকে বোঝালে from ব্যবহৃত হয়।Example, আমি বিদ্যালয় থেকে এলাম |
I came from school.
বিশাল গাছ থেকে পড়ে গেল |
Bishal fell from the tree.
এখানে বিদ্যালয় থেকে, গাছ থেকে বুঝিয়েছে, তাই এখানে from ব্যবহৃত হয়েছে |(From the school here, from the tree, so it is used from here)
To(তে, প্রতি, দিকে )
বাক্যে ক্রিয়া পদের সঙ্গে যখন তে, প্রতি, দিকে বিভক্তি পাওয়া যায় তখন to ব্যবহার হয় |যেমন, আমি প্রতিদিন বিদ্যালয়ে যায় |
I go to school everyday.
আমি খেতে চায় |
I want to eat.
প্রথম বাক্যটিতে দিকে যাওয়া বুঝিয়েছে তাই to ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় বাক্যটিতে খাওয়ার সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে খেতে হয়েছে তাই এখানে to ব্যবহৃত হয়েছে |
In /Into (মধ্যে )
কোনো কিছু কোনো জায়গায় থাকা বোঝালে in ব্যবহৃত হয় এবং কোনো কিছু কোনো জায়গায় প্রবেশ করা বোঝালে into ব্যবহার হয় |যেমন, নদীতে অনেক মাছ আছে
There are many fishes in the tree.
এখানে, নদীতে মাছ থাকা বুঝিয়েছে তাই এখানে in বসেছে|
ছেলেগুলি নদীতে লাফ দিচ্ছে |
The boys are jumping into the river.
এখানে, বাইরে থেকে নদীর মধ্যে প্রবেশ করা বুঝিয়েছে, তাই এখানে into বসেছে |
Between /Among (মধ্যে )
যখন দুই জনের মধ্যে বোঝাবে তখন between বসবে আর দুইয়ের অধিক বোঝালে among বসবে |যেমন, শিক্ষক আমাকে রাম ও শ্যামের মধ্যে চকলেট গুলি ভাগ করে দিতে আদেশ দিলেন |
Teacher ordered me to divide the sweets between Ram and Shyam.
এখানে, Ram ও Shyam দুই জনের মধ্যে বুঝিয়েছে, তাই এখানে এদের আগে between বসেছে |
আর যদি বলা হয়, শিক্ষক আমাকে ছাত্রদের মধ্যে চকলেট গুলি ভাগ করে দিতে আদেশ দিলেন |তাহলে কেমন হবে দেখো,
The teacher ordered me to divide the sweets among the students.
এখানে ছাত্রদের বলতে দুইয়ের অধিক বুঝিয়েছে, তাই এখানে among বসেছে |
For (জন্য )
কোনো কিছুর জন্য বোঝাতে for ব্যবহার হয় |যেমন, আমি তোমার জন্য সব করতে পারি |
I can do everything for you.
*আজ এই পর্যন্ত থাক |আর একদিন আমরা preposition নিয়ে আলোচনা করবো তাহলে আমাদের preposition শেষ হয়ে যাবে |
No comments:
Post a Comment